নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই হাওয়া বদল হয়েছে। গরম থাকলেও মৃদুমন্দ বাতাসও বইছে। এসবের মাঝেই সুখবর দিল হাওয়া অফিস। আজ, শুক্রবারই ঝমঝমিয়ে বৃষ্টি (Weather Update) নামতে চলছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি এবং দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে।
শুক্রবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে৷ কলকাতায় আজ, শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিকেলে বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের।
তবে উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই খবর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি। আগামী রবিবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিংয়ে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই খবর। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।