নিউজ ডেস্ক: ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাঝে মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী।
শুক্রবার প্রধানমন্ত্রী জানান, ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের মাঝে মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য আবারও সমবেদনা জানিয়েছি। এই সংকটময় সময়ে ভারত মায়ানমারকে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমরা ভারত ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে যোগাযোগ, সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আরও অনেক কিছু নিয়েও আলোচনা করেছি।