নিউজ ডেস্ক: ওয়াংখেড়েতে ব্যর্থতার পর ইডেনে রানে ফিরল কেকেআর। শুরুতে দুই ওপেনার দ্রুত আউট হলেও রাহানে-রঘুবংশীর ৮১ রানের পার্টনারশিপ দলকে এগিয়ে দেয়। রঘুবংশী করেন ৩০ বলে ৫০, রাহানে করেন ২৭ বলে ৩৮। এরপর ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন, রিঙ্কু সিং অপরাজিত থাকেন ১৭ বলে ৩২ রান করে। শেষ পাঁচ ওভারে কেকেআর তোলে ৭৮ রান, শেষ পর্যন্ত ২০০ রানে ইনিংস শেষ করে। হায়দরাবাদের ফিল্ডিং ছিল দুর্বল, একাধিক ক্যাচ ফেলে বড় ক্ষতি করে তারা। নাইটদের তিন স্পিনার খেলালেও পিচ থেকে খুব একটা সুবিধা মেলেনি। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় কেকেআর।