নিউজ ডেস্ক: শাসক-বিরোধী তুমুল বাদানুবাদের পর সংসদের দুই কক্ষে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও এই বিলকে “ঐতিহাসিক মুহূর্ত” বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ড থেকে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এই বিল প্রান্তিকদের আর্থসামাজিক সুবিচার নিশ্চিত করবে।” বিলটি আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে বিজেপির দাবি। তারা বলছে, দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকা এই সম্পত্তি সাধারণ মুসলিমদের জন্য উন্মুক্ত হবে। তিন তালাক বাতিলের পর এটি বিজেপি-আরএসএসের আরেক পুরনো এজেন্ডা বাস্তবায়নের দিকেই পদক্ষেপ। এবার অভিন্ন দেওয়ানি বিধির দিকেও এগোতে পারে সরকার, এমন ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলে।