নিউজ ডেস্ক: নির্বাচনের মুখে রাজ্যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপি ফের আক্রমণ শানাল রাজ্য সরকারকে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন, যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অন্তর্বর্তীকালীন বেতন দিতে হবে।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, “সবাই তো টাকা দিয়ে চাকরি পাননি। অনেকেই যোগ্য হয়েও দুর্নীতির শিকার হয়েছেন। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। হঠাৎ করে তাঁদের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। কাঁদছেন শিক্ষকরা। অনেকেই বিশ্ববিদ্যালয়ের টপার, গোল্ড মেডালিস্ট। তাঁরা এখন পথে বসেছেন।” এই পরিস্থিতির জন্য তিনি এককভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করেছে। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। তাঁদের ফের সিলেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, তিন মাস বাদে আবার সিলেকশন হবে। কিন্তু এতদিন এই শিক্ষকরা স্কুল স্তরে পড়াচ্ছিলেন। কলেজ স্তরের প্রশ্নপত্রে তাঁদের ফের বসতে হবে। এটা অবিচার।
তিনি পরামর্শ দেন, পরীক্ষার নিয়মে পরিবর্তন করে প্রতি বছরের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সুরে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও দাবি করেন, যোগ্য চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অবিলম্বে আর্থিক সহায়তা দিতে হবে।
বিজেপির বক্তব্য, মেধাবী প্রার্থীদের পাশে না দাঁড়ালে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও সংকটে পড়বে।