নিউজ ডেস্ক: রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে আয়োজিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ, সীমান্ত পরিস্থিতি এবং সম্প্রতি বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে সূত্রের খবর। চিন ঘনিষ্ঠ ইউনুসের বিতর্কিত মন্তব্য নিয়ে ভারত আগে থেকেই অসন্তুষ্ট। মোংলায় চিনা অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা ও ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যে উত্তপ্ত হয়েছে কূটনৈতিক আবহ। এমন প্রেক্ষাপটে এই বৈঠককে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতের অবস্থান স্পষ্ট করার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।