নিউজ ডেস্ক: দিল্লিতে উত্তাল রাজনীতির আবহ। রাজ্যের একাধিক ইস্যুতে এবার রাজধানীর রাস্তায় শাসক-বিরোধী দুই শিবির। মোথাবাড়ি-সহ একাধিক জায়গায় হিন্দুদের উপর নির্যাতন এবং ভোটার কার্ড জটিলতা নিয়ে বঙ্গভবন ঘেরাওয়ের চেষ্টা করল বিজেপি। নেতৃত্ব দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পুলিশি বাধায় ভেস্তে যায় সেই কর্মসূচি, আটক হন সুকান্ত। পরে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন বিজেপি নেতারা। অন্যদিকে, ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে মিছিল করেন তৃণমূল সাংসদরা। অভিযোগ, যাচাই না করেই ভোটার কার্ড-আধার সংযুক্তিকরণে অনুমতি দিচ্ছে কমিশন। এতে সমস্যার সমাধান নয়, বরং ভুয়ো ভোটার আরও বাড়বে বলে আশঙ্কা তৃণমূলের। রাজ্যের রাজনীতি এবার সরাসরি জাতীয় মঞ্চে জায়গা করে নিল।