নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এসএসসি-র মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ফের মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “যাঁরা তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা যেন সুদসহ সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফেরত চান।” তাঁর দাবি, এই নিয়োগ দুর্নীতির অনুমতি মুখ্যমন্ত্রী না দিলে সম্ভব হতো না। মমতা নিজেই নাকি সবচেয়ে বড় কাটমানি পেয়েছেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।