নিউজ ডেস্ক: পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চন্দ্রকান্তের ভাই তুষার বণিক। বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছিল ৮ জনের। তদন্তে নেমে সেই বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তার ভাই তুষার বণিককে গ্রেফতার করল পুলিশ।
পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণের পর থেকেই ওই অবৈধ বাজি কারখানার দুই মালিক গা–ঢাকা দেয়। কিন্তু জেলা পুলিশের তৎপরতায় আগেই একজন মালিক ধরা পড়ে যায়। তবে ধরা পড়ছিল না আর একজন মালিক। এবার চারদিনের মাথায় দ্বিতীয়জন মালিকও পুলিশের জালে উঠে এল। সুতরাং এই দু’জন মালিক গ্রেফতার হয়ে গেল। চারদিন গা–ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। এবার গ্রেফতার হল কারখানার আর এক মালিক তুষার বণিক। আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ।