নিউজ ডেস্ক: চলতি মাসেই দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ১৪ এপ্রিল তিনি কলকাতায় পৌঁছাবেন। পরদিন ১৫ তারিখ থাকছে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সফরে এসএসসি কেলেঙ্কারি, রামনবমী, হিন্দুত্ব প্রচার সহ একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ বলে খবর। রাজ্য সভাপতি পদে পরিবর্তন নিয়েও আলোচনা হতে পারে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে বিজেপির আন্দোলনের গতি বাড়াতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নববর্ষ থেকেই রাজ্যে বিজেপির তৎপরতা বাড়তে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।