নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই ফার্মা এবং সেমিকন্ডাক্টর সেক্টরে শুল্ক চাপানো হবে। ফার্মা সেক্টরে এমন শুল্ক আসবে, যা আগে কখনও দেখা যায়নি বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর ফলে ভারতের ফার্মা শেয়ারে ব্যাপক পতন হয়। শুক্রবার নিফটি ফার্মা সূচক কমেছে ৪.৩৩ শতাংশ। ইপকা ল্যাব, লরাস ল্যাব, গ্লেনমার্ক, অরবিন্দ ফার্মা-সহ একাধিক সংস্থার শেয়ার ৫-৮ শতাংশ পর্যন্ত পড়ে যায়। ভারত থেকে আমেরিকায় প্রায় ৭০ শতাংশ জেনেরিক ওষুধ রপ্তানি হয়। সেই শিল্পে শুল্ক বসলে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ওষুধ উৎপাদন আমেরিকায় ফেরাতে চায়।