নিউজ ডেস্ক: লোকসভা থেকে রাজ্যসভা, দেশজুড়ে সবথেকে বেশি চর্চায় এখন একটাই বিষয়, ওয়াকফ সংশোধনী বিল। ইতিমধ্যেই দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। অর্থাৎ এই বিল আইনে পরিণত হওয়া থেকে তা আর এক ধাপ দূরে। তবে জানেন কি পশ্চিমবঙ্গে কত সম্পত্তি রয়েছে ওয়াকফের (West Bengal Waqf Property)?
সম্প্রতি সংসদে ওয়াকফ নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ওয়াকফ ইতিহাস নিয়ে একটি বিস্তারিত তথ্য পেশ করেছে। যেখানে ওয়াকফের মূল সম্পত্তি ছাড়াও কোন রাজ্যে কত পরিমাণ ওয়াকফ সম্পত্তি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার তথ্য দেওয়া আছে। যে তালিকা অনুসারে দেখা যাচ্ছে যে ওয়াকফ সম্পত্তির সংখ্যার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ।
২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত দেওয়া পরিসংখ্যানে দেশে মোট ৮.৭২ লক্ষ নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে। জমির হিসেবে যার পরিমাণ ৩৮ লক্ষ একর। ওয়াকফ ব্যবস্থাপনা সিস্টেম অফ ইন্ডিয়া পোর্টালেই এই ডেটা রয়েছে।
পশ্চিমবঙ্গে কত সম্পত্তি রয়েছে ওয়াকফের?
কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে (West bengal) মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ও টলিগঞ্জ ক্লাবও ওয়াকফ সম্পত্তির উপরে অবস্থিত। এই আবহে দুই ক্লাবকেই ওয়াকফকে ভাড়া দিতে হয়। রয়্যাল ক্যালকাটা ক্লাবকে ভাড়া দিতে হয় ১৮ লাখ ৮৮ হাজার ২২৪ টাকা। এদিকে টালিগঞ্জ ক্লাবের ভাড়াও সমপরিমাণ।
এছাড়াও বাংলায় ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে ১৫৮টি স্কুল, ৪টি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ১৯টি মুসলিম হস্টেল, ৯টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। বীরভূমে ওয়াকফের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও। এই সব তথ্য দেওয়া হয় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফ থেকেই।
ওয়াকফ বোর্ডের তরফ থেকে কলকাতার (Kolkata) কোন কোন জমির ওপরে দাবি জানানো হয়?
রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সময়ে রাজভবন, মহাকরণ, ইডেন গার্নেন্স, ফোর্ট উইলিয়াম, চিড়িয়াখানার আর্ধেকটা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডন ক্লাবের জমির ওপর দাবি জানিয়ে আসছে ওয়াকফ।
প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর নামে নিজেদের সম্পত্তি উৎসর্গ করতে পারেন। তখন তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এরপর সেই জমি হস্তান্তর বা বিক্রি করা যায় না। সেই সম্পত্তি থেকে যে উপার্জন হয়, তা মুসলিম সমাজের উন্নয়নের জন্যে ব্যবহার করার কথা।