নিউজ ডেস্ক: হাওড়ায় অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এইসঙ্গে দেওয়া হয়েছে একাধিক শর্ত।
মিছিলের অনুমতি দিলেও দুই মিছিল আলাদা সময়ে হবে। এছাড়াও মিছিলের লোকসংখ্যাও বেঁধে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, কোনও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। যাঁরা মিছিলে অংশ নেবেন, তাঁদের পরিচয়পত্র জমা দিতে হবে পুলিশ-প্রশাসনকে।