নিউজ ডেস্ক: রাম নবমী (৬ এপ্রিল) উপলক্ষে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এডিজি (আইন ও শৃঙ্খলা) ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত স্পর্শকাতর এলাকাগুলিতে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তালিকা প্রকাশ করেছেন। হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, শিলিগুড়ি, মালদহ, ইসলামপুর ও কোচবিহারে অতিরিক্ত নজরদারি চলবে। অতীতে রাম নবমীতে সংঘর্ষের ইতিহাস থাকায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সূত্রের মতে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে, সেই কারণেই আগেভাগেই প্রস্তুত প্রশাসন।