নিউজ ডেস্ক: বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী মোদী নন । অন্যান্য দেশের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন এই সন্মেলনে। জানেন কী বিমসটেক কী? এর সদস্য সংখ্যা কত? সদস্য দেশগুলোই বা কী কাজ করে? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন । সংক্ষেপে বিমসটেক। এটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা যা বঙ্গোপসাগর অঞ্চলের সদস্য দেশগুলির মধ্যে সংযোগ এবং সাধারণ স্বার্থ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালের জুন মাসে। এর সদস্য দেশ সাতটি। ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল , শ্রীলঙ্কা, মায়ানমার ও থাইল্যান্ড। ভারত – নিরাপত্তা রক্ষায়, বাংলাদেশ – বাণিজ্য, বিনিয়োগ সহায়তায় , ভুটান পরিবেশ, জলবায়ু রক্ষায় কাজ করে থাকে। মায়ানমার- কৃষি ও খাদ্য নিরাপত্তার দিকে দেখভাল করে। নেপাল- সাংস্কৃতিক বন্ধন শ্রীলঙ্কা- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও থাইল্যান্ড- পারস্পরিক যোগাযোগ রক্ষায় কাজ করে থাকে ।