নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফর শুরু হয়ে গেল, শনিবার সকালে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে। তোপধ্বনিতে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানানো হয়।
প্রধানমন্ত্রী মোদী এখন তিন দিনের শ্রীলঙ্কা সফরে রয়েছেন, যা গতকাল ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সফরে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে এদিন সকালে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁকে অভিবাদন জানানো হয়।