খড়গপুর: সংসদের উভয়কক্ষেই পাস হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। এই ওয়াকফ বিল নিয়ে এখনও সমালোচনায় সরব বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, ওয়াকফ নিয়ে এখন প্রতিবাদ করা ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করার প্রচেষ্টা। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, “বিলটি ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে এবং এখন এটি আইন। ৩৭০ ধারা বাতিলের পরেও, মানুষ আদালতে গিয়েছিল – ফলাফল কী হয়েছিল? সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে কিছু পাস হয়ে গেলে, তা আইনে পরিণত হয়। এখন এর প্রতিবাদ করা কেবল ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করার এবং নির্বাচিত কয়েকজনকে খুশি করার একটি প্রচেষ্টা।”