নিউজ ডেস্ক: কানাডার অটোয়ার রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিককে কুপিয়ে হত্যার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। কানাডা পুলিশ ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। তদন্ত চলছে এবং হত্যার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কড়া পুলিশি পাহারার দাবি তুলেছেন। উল্লেখ্য, এর আগেও কানাডায় ভারতীয়দের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। দিল্লি বারবার কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।