নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নতুন সাইবার বিপদ। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে অবিকল আসল-এর মতো দেখতে নকল আধার ও প্যান কার্ড। খালি চোখে তা আসল না নকল বুঝে ওঠা কার্যত অসম্ভব।
সম্প্রতি মার্কিন ধনকুবের এলন মাস্কের ছবির সঙ্গে থাকা একটি নকল আধার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওপেনএআই-এর নতুন জিপিটি-৪ও প্রযুক্তি বা ইমেজ জেনারেশন টুল-এর সাহায্যে সহজেই তৈরি করা যাচ্ছে এই নকল নথি।
সাইবার বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই অন্যের নাম-পরিচয়ে ভুয়ো আধার বা প্যান কার্ড তৈরি করে জালিয়াতি করা সম্ভব। সন্ত্রাসবাদী সংগঠন বা সমাজবিরোধী চক্র এই প্রযুক্তির অপব্যবহার করতে পারে বলেও সতর্ক করেছেন তাঁরা। এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, গোপনীয়তা লঙ্ঘন এবং সামাজিক সম্মানহানির ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সাইবার অপরাধ দমন শাখা। প্রশাসন কীভাবে এই সমস্যার মোকাবিলা করবে, তার জন্য কড়া নজর রাখছেন সকলে। বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন, অচেনা কোনও লিঙ্কে ক্লিক না করতে, ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে এবং কোনও অনলাইন নথি যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে।