নিউজ ডেস্ক: অন্যথা হল না এবারও, প্রতি বছরের মতো এবার কুমারী পুজো করলেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার চৈত্র নবরাত্রির অষ্টমী উপলক্ষ্যে দিল্লির শালিমারবাগের সর্বোদয় কন্যা বিদ্যালয়ে ‘কুমারী পুজো’ করেন। কুমারী পুজো অনুষ্ঠানে কন্যাদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “প্রতি বছরের মতো এবারও আমরা কুমারী পুজো অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের দলের সদস্যরা গত ২০ বছর ধরে বছরে দু’বার এই অনুষ্ঠানটি করে আসছেন। প্রতিবারই হাজার হাজার কন্যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।” মুখ্যমন্ত্রী বলেছেন, “অষ্টমী হলো দেবী মায়ের দিন, আজ একটি মেয়ের ঘরে দূষিত জল এসে পড়েছে বলে সে কেঁদে ফেলেছে। আমি তাকে বলেছি, মাত্র এক মাস হয়েছে কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার ঘরে অবশ্যই পরিষ্কার জল পৌঁছবে। দিল্লির মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবে।”