নিউজ ডেস্ক: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এবং ভারতীয় সেনা যৌথভাবে মাঝারি দূরত্বের ভূমি থেকে আকাশে মারক (MRSAM) ক্ষেপণাস্ত্রের সেনা সংস্করণের চারটি সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করল। ওড়িশার উপকূলবর্তী ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে গত ৩ এবং ৪ এপ্রিল এই পরীক্ষা সম্পন্ন হয়।
প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র চার ধরনের টার্গেটকে ধ্বংস করেছে — দীর্ঘ দূরত্ব, স্বল্প দূরত্ব, উচ্চতা এবং নিম্ন উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পরীক্ষাগুলি সম্পূর্ণ অপারেশনাল কন্ডিশনে পরিচালিত হয়।
এই পরীক্ষার সময় সেনাবাহিনী পূর্ব এবং দক্ষিণ কমান্ডের অন্তর্গত টিমের মাধ্যমে DRDO-র তত্ত্বাবধানে পরিচালনা করে। পরীক্ষাগুলি নজরদারির জন্য চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে রাডার, ইলেকট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়।
এই সফল পরীক্ষা ভারতীয় সেনার অপারেশনাল সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। দুটি রেজিমেন্টে এই অস্ত্র ব্যবস্থার বাস্তবায়নের পথ খুলে গেল।
উল্লেখ্য, DRDO এবং ইজরায়েলের Israel Aerospace Industries (IAI)-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই MRSAM অস্ত্র ব্যবস্থা। এতে মাল্টি-ফাংশন রাডার, কমান্ড পোস্ট, মোবাইল লঞ্চার সহ একাধিক অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।