নিউজ ডেস্ক: সামনেই রাম নবমী, আর রাম নবমীর আগে শেষবেলায় শিলিগুড়িতে লক্ষ লোকের শোভাযাত্রা টার্গেট নিয়ে তৎপর গেরুয়া শিবির। রাম নবমীর প্রস্তুতিতে কোনও ফাঁকই রাখতে চাইছে না বিজেপি। ইতিমধ্যেই গোটা শিলিগুড়ি শহরকে গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। চার হাজার ফেস্টুন, প্ল্যাকার্ডে মুড়ে দেওয়া হয়েছে শহরের অধিকাংশ রাস্তা। এলাকায় উড়ছে গেরুয়া পতাকা। সেজে উঠেছে সমস্ত মন্দির৷
বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, ”আমরা রামভক্ত হিসাবেই মিছিলে থাকব। সাধারণ মানুষ রাস্তায় নামবেন৷ লক্ষ লোকের শোভাযাত্রা হবে৷ বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রা হিলকার্ট রোডে এসে মিলিত হবে৷ ঘটা করেই শিলিগুড়িতে রামনবমী হবে।”