নিউজ ডেস্ক: আসছে রামনবমী। চৈত্র মাসের নবমী তিথিতে রাম জন্মভূমি অযোধ্যা যেন আলোয় ঝলমল করছে। এ বছর ৬ এপ্রিল রবিবার পালিত হবে ভগবান শ্রী রামের জন্মতিথি। অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। ধর্ম আর প্রযুক্তির মিলনেই রামনবমী উদযাপন হতে চলেছে আরও আকর্ষণীয়। শহরের প্রধান রাস্তা থেকে সরযূ নদীর তীর — কোথাও ফাঁকা নেই। আলোকসজ্জা, ফুলের মালা, রংবেরঙের সাজে সেজে উঠেছে রামমন্দির চত্বর। লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হতে চলেছে গোটা এলাকা।
ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। রামলালার দর্শন মিলবে টানা ১৮ ঘণ্টা। শহরের বিভিন্ন স্থানে থাকছে পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য শিবির, বিশ্রাম শিবিরের সুব্যবস্থা। গরমের দিনে ভক্তদের স্বস্তি দিতে ছাউনি ও ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ চমক — সূর্য তিলক। দুপুর ১২টায় সূর্যের আলো পড়বে রামলালার কপালে। সেই সঙ্গে আরও অভিনব আয়োজন, ড্রোনের মাধ্যমে সরযূ নদীর পবিত্র জল ছেটানো হবে ভক্তদের উপর।
দীপোৎসবেও থাকছে নতুন মাত্রা। দুই লক্ষের বেশি প্রদীপ জ্বলবে সরযূর তীরে। চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, রাম কথার পরিবেশনা, পদযাত্রা। শহরের বিভিন্ন স্টলে থাকছে স্থানীয় খাবার ও হস্তশিল্পের সম্ভার। যাঁরা অযোধ্যায় যেতে পারবেন না, তাঁদের জন্য থাকছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। ধর্মীয় আবেগের সঙ্গে প্রযুক্তির যুগলবন্দীতে এবারের রামনবমী অযোধ্যাকে রঙিন করে তুলবে, এমনই আশা স্থানীয় প্রশাসনের।