নিউজ ডেস্ক: কোচবিহারের রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা। বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহের মদতেই ‘গুন্ডা বাহিনী’ বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে শুভেন্দু দাবি করেছেন — ভোটের আগে রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল।তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে — ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে বিদায় জানাবে। দুর্নীতি, তোষণ আর সন্ত্রাসের রাজনীতির শেষ দিন গণনা শুরু হয়ে গিয়েছে।” শুক্রবার বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কোচবিহার। চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, শাসক-বিরোধীর সংঘর্ষ — সব মিলিয়ে টানটান রাজনৈতিক উত্তেজনা।