বীরভূম: বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল যুবক। শনিবার উদ্ধার হল তার ক্ষতবিক্ষত দেহ। বীরভূমের মুরারই থানার বাহাদুরপুর গ্রাম সংলগ্ন পাগলা নদীর ব্রিজ এলাকায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর গত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ পরিচিত এক ব্যক্তির ফোন এসেছিল নুর ইসলাম শেখ নামের ওই যুবকের ফোনে। ফোন আসতেই বেরিয়ে যান যুবক। এরপর থেকেই সে নিখোঁজ। তবে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান নিশংসভাবে থেতলে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।