নিউজ ডেস্ক: ভারতের সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই পাশ হয়েছে ‘অভিবাসন ও বিদেশি নাগরিক (সংশোধনী) বিল’। রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুন আইন কার্যকর করল কেন্দ্র। এই আইনে বিদেশি নাগরিকের অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সন্দেহভাজন বিদেশিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে অভিবাসন অফিসারকে। পাসপোর্ট-ভিসা না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল ও পাঁচ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন নীতির সরলীকরণের জন্যই এই আইন। তবে বিরোধীদের অভিযোগ, এই আইনে সরকারের সমালোচক বিদেশিদের প্রবেশ রোধ ও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি হয়েছে। নতুন আইন ঘিরে শুরু হয়েছে বিতর্ক।