নিউজ ডেস্ক: হাওড়ার সাঁকরাইলের আলমপুর মোড়ের কাছে একটি থার্মোকলের গুদামে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে, শনিবার দুপুরে আগুন লাগে সেখানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকাও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করেন স্থানীয়রাও। তবে কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।