নিউজ ডেস্ক: রবিবার, ৬ এপ্রিল গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী।কিন্তু আপনিকী জানেন, দেশের এক প্রান্তে সবুজ রঙের ভগবান রামের পুজো হয়। সারা দেশের বিভিন্ন প্রান্তে রাম, সীতা ও হনুমানের যে ধরনের মূর্তি দেখা যায়, তার থেকে সম্পূর্ণ আলাদা চিত্র দেখা যায় হাওড়ার রামরাজাতলায়। এখানে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো এক বিশাল রাম মূর্তি, যার উচ্চতা প্রায় ২৮ ফুট। সাধারণত সর্বত্র রামের গাত্রবর্ণ নীল দেখা গেলেও, এই মন্দিরে রামের শরীরের রং সবুজ। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই এই মূর্তি ‘রাম রাজা’ নামে পরিচিত।
স্থানীয় বিশ্বাস অনুযায়ী, সনত্রাগাছির জমিদার অযোধ্যারাম চৌধুরী প্রথম এই রাম পূজা শুরু করেন। এখানে রামের মাথার উপরে দেবী সরস্বতীর পাঁচটি মূর্তি স্থাপন করা হয়েছে। পাশাপাশি একই কাঠামোর মধ্যে রয়েছে শিব, ব্রহ্মা সহ প্রায় ২৫টি দেব-দেবীর মূর্তি।
রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এখানে চলে রামের পূজা। এই চার মাসের পূজা উৎসব রাজ্যের অন্যতম বড় আঞ্চলিক ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। রামনবমীর দিন রামরাজাতলা এলাকায় বিশাল শোভাযাত্রা বের হয়। লক্ষাধিক ভক্ত ভিড় জমান এই উৎসবে। মন্দির চত্বরে বসে বড় মেলা।
এই মন্দিরের আরেকটি বড় আকর্ষণ হল স্থানীয় সংস্কৃতির সঙ্গে সরস্বতী পূজার সংযোগ। কারণ রামের উপরে সরস্বতীর মূর্তি বসানো অন্যত্র দেখা যায় না। বিশেষ এই রাম মূর্তির রং ও নির্মাণশৈলী দর্শনার্থীদের বিস্মিত করে।
হাওড়ার রামরাজাতলা এখন ধর্মীয় বিশ্বাস, লোকাচার এবং স্থাপত্যরীতির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। ভক্তদের বিশ্বাস, এই রাম মূর্তির দর্শন জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। প্রতি বছর বহু ভক্ত ও পর্যটক এখানে ভিড় করেন রামের এই বিরল সবুজ রূপের দর্শন নিতে।