নিউজ ডেস্ক: বিশ্ব অর্থনীতি যেন নতুন করে ঢুকে পড়েছে এক ভয়াবহ ধসের মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির জেরে ফের কেঁপে উঠেছে শেয়ার বাজার। ২০২৫ সালের ৭ এপ্রিলের দিনটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছে ‘অরেঞ্জ মান্ডে’ নামে। বিশ্লেষকরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মান্ডে’-র স্মৃতি যেন নতুন করে ফিরে এসেছে।
বিশ্ব জুড়ে শেয়ার সূচকের ভয়াবহ পতন শুরু হয়েছে ট্রাম্পের নতুন ট্যারিফ নীতির কারণে। একসঙ্গে ৯০টিরও বেশি দেশের আমদানির উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পাল্টা পদক্ষেপে চিন-সহ একাধিক দেশ আমেরিকার উপর শুল্ক চাপানোর ঘোষণা করেছে। এই বাণিজ্য যুদ্ধের ফলেই অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি।
মাত্র দু’দিনে মার্কিন বাজারে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার। ডাও জোন্স, নাসডাক-সহ একাধিক সূচক পড়েছে ৫-৬ শতাংশ। টোকিও, হংকং, সিঙ্গাপুর, লন্ডন — বিশ্বের সমস্ত বড় শেয়ার বাজারে রক্তক্ষরণ শুরু হয়েছে।
আরও পড়ুন: চাকরি বাতিলের জের! পড়াশোনার পাশাপাশি এবার সরকারি প্রকল্প গুলিও শিকেয় ওঠার জোগাড় স্কুলগুলিতে
ভারতের শেয়ার বাজারও এই ধাক্কা থেকে বাদ যায়নি। বাজার খুলতেই উধাও হয়েছে ১৯ লক্ষ কোটি টাকা। মুখ থুবড়ে পড়েছে সেনসেক্স ও নিফটি।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি সামলাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। না হলে আগামী দিনে বিশ্ব অর্থনীতি আরও বড় সঙ্কটের মুখে পড়বে।তবে ট্রাম্প নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, “এটাই সঠিক পথ। আমেরিকার শক্তি বাড়াতে এই ধাক্কা দরকার।”