নিউজ ডেস্ক: বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। মুম্বই পুলিশ তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে, তা বাতিল করার জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছেন কুণাল। মামলাটির শুনানি ২১ এপ্রিল। বিচারপতি এস ভি কোতোয়াল এবং বিচারপতি এস এম মোদকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।
ভারতীয় সংবিধানের ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মত প্রকাশের স্বাধীনতা এবং জীবনের অধিকারের মৌলিক অধিকারের ভিত্তিতে কুণাল কামরা (Kunal Kamra) তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের আবেদন করেছেন।