নিউজ ডেস্ক: সিকিমগামী বিকল্প জাতীয় সড়ক ৭১৭ এ (NH 717 A) সম্প্রসারণে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। দুই ভাগে ২৩ কিলোমিটারের কিছু রাস্তা সম্প্রসারণ করতে বরাদ্দ করা হয়েছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। গত বৃহস্পতিবারই সংসদে নিতিন গড়করির ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিকিমের সাংসদ ইন্দ্রহাং সুব্বা। ওই বৈঠকেও তিনি সিকিমের সঙ্গে বাকি দেশের সড়ক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের।
আসলে বর্ষার মরসুমে সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় প্রায়শই ধস নামে। রাস্তায় ধসের কারণে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগেও বার বার সমস্যা দেখা দেয়। তাই এ বার সেই সমস্যা দূর করতেই বিকল্প সড়ককে আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। এবার সেই রাস্তারই দুটি অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত ১৮.৪২ কিলোমিটার এবং রেশি থেকে রেনক পর্যন্ত ৫.২ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। এই খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari)।
আরও পড়ুন: কেঁপে উঠল বিশ্ব বাজার, ট্রাম্পের শুল্ক যুদ্ধ ফিরিয়ে আনল ১৯৮৭-র ‘ব্ল্যাক মান্ডে’-র আতঙ্ক
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, বর্ষাকালে ১০ নম্বর জাতীয় সড়কে চলাচল বিঘ্নিত হলে এই পথটি বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে। বছরের যে কোনও মরসুমে এই বিকল্প সড়কটিতে যান চলাচল করতে পারবে। এর ফলে এই অঞ্চলের পর্যটক এবং আর্থ-সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশাবাদী গডকরী।