নিউজ ডেস্ক: সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা ডেকেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকে উত্তেজনা নেতাজি ইনডোর স্টেডিয়ামের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, টাকার বিনিময়ে বিতরণ করা হয়েছে বৈঠকের পাস। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই পাস।
এই অভিযোগ ঘিরেই সোমবার সকাল থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। পুলিশের সঙ্গে বচসা থেকে ধীরে ধীরে তা গড়ায় হাতাহাতি ও সংঘর্ষে। দুপুর ১১টা নাগাদ পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধেও জড়িয়ে পড়েন একাংশ চাকরিপ্রার্থী। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এদিকে চাকরিপ্রার্থীদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয়, বৈঠকে একজনও অযোগ্য প্রার্থী থাকলে তারা বৈঠক ভেস্তে দেবে। গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।
আরও পড়ুন: ফুরিয়েছে প্রয়োজন! বার্নপুরে ভাঙা হল ৭০ বছরের পুরনো ৫টি কুলিং টাওয়ার
প্রসঙ্গত, এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই উত্তেজনায় থমথমে হয়ে ওঠে নেতাজি ইনডোর চত্বর। রবিবার শহিদ মিনারের সভা থেকেই চাকরিপ্রার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁদের দাবি পূরণ না হলে ২০২৬ বিধানসভা নির্বাচন হতে দেবেন না। তাঁদের কটাক্ষ, সব রাজনৈতিক দল এখন ‘মরা কান্না’ কাঁদছে। সুপ্রিম কোর্টের রায় মানতে না পারার কথা বলছে। অথচ সমাধানে কেউ এগিয়ে আসছে না।