নিউজ ডেস্ক: মণিপুরের থৌবালের লিলংয়ে ওয়াকফ সংশোধনী বিল সমর্থন করার অভিযোগে বিজেপি নেতা আস্কার আলি মাকাকমায়ুমের বাড়িতে রবিবার রাত ৯টা নাগাদ হামলা চালায় ক্ষিপ্ত জনতা। সাত-আট হাজার মানুষ বাড়িতে ইট, পাথর, লাঠি, রড নিয়ে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। বিল সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্যই এই হামলা বলে জানা গেছে। পরে আস্কার আলি ক্ষমা চেয়ে জানান, তিনি আর ওই বিলে সমর্থন জানাবেন না। এলাকায় অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার সকাল থেকেই থৌবালসহ মণিপুরের একাধিক এলাকায় বিক্ষোভ মিছিল, পথ অবরোধ ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।