নিউজ ডেস্ক: বারাণসীতে সফররত আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, জাতি, ধর্ম বা ভাষা নির্বিশেষে যারা নিজেদের ভারতীয় মনে করেন এবং ভারত মাতাকে শ্রদ্ধা করেন, তাঁদের জন্য আরএসএস শাখার দরজা সর্বদা খোলা। শনিবার, ৬ এপ্রিল, মালদাইয়ার লাজপত নগর পার্কে শাখা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি। সেখানে স্বয়ংসেবকরা তাঁকে প্রশ্ন করেন, মুসলিম প্রতিবেশীদের শাখায় আনা যাবে কিনা। জবাবে ভাগবত বলেন, “যে কেউ ভারত মাতার জয়ধ্বনি দিলে, সে শাখায় আসতে পারে। তবে যারা নিজেদের ঔরঙ্গজেবের বংশধর মনে করেন, তাঁদের জন্য শাখা নয়।”