নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সুপ্রিম কোর্টে নতুন আবেদন এবং যোগ্য প্রার্থীদের তালিকা জমার দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, নতুন করে আর কোনও পরীক্ষায় বসবেন না। তাঁদের বক্তব্য, সাত বছর আগে পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সরকারকে অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করুক এবং যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিক। ততদিন পর্যন্ত তাঁদের বরখাস্ত করা যাবে না বলেও দাবি তোলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই দাবিতে সরব হন বঞ্চিত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। পরিস্থিতি উত্তপ্ত হলেও মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন।