নিউজ ডেস্ক: সৌদি আরব সাময়িকভাবে ১৪টি দেশের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করেছে। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও ১১টি দেশ। জানানো হয়েছে, উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান জুনের মাঝামাঝি সময় পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি সরকারের মতে, হজের সময় বেআইনিভাবে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত সমস্যার জন্য এই পদক্ষেপ। অনেকেই হজের জন্য নির্ধারিত নিয়ম না মেনে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেন। এছাড়া, ব্যবসা ও পারিবারিক ভিসা নিয়ে এসে অননুমোদিতভাবে কর্মসংস্থানও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাঁরা ইতিমধ্যেই উমরাহ ভিসা পেয়েছেন, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।