নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। হঠাৎ শুনানির তালিকায় উঠে আসে এই মামলা। এরপর বিচারপতি জানিয়ে দেন, তিনি আর এই মামলা শুনবেন না। ফলে এবার এই মামলা যাবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তিনি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাই এখন নতুন বেঞ্চের অধীনে শুনানি হবে। আন্দোলনরত শিক্ষকরা দাবি করছেন, তাঁদের নিয়োগে কোনও আইন ভাঙা হয়নি। রাজ্য সরকার আইনি লড়াই চালিয়ে যাবে।