নিউজ ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা। মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাগরে ভেঙে পড়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, তাঁদের মধ্যে রয়েছেন রোগী মিতসুকি মোতোইশি (৮৬), ডাক্তার কেই আরাকাওয়া (৩৪) এবং আর এক যাত্রী। পাইলট সহ বেঁচে যান তিনজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নাগাসাকি থেকে ফুকুওকা যাওয়ার পথে হঠাৎ করেই সমুদ্রে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে জাপান প্রশাসন। দেশটির ‘ডাক্তার হেলিকপ্টার’ পরিষেবার অন্তর্গত ছিল এই এয়ার অ্যাম্বুলেন্স, যা জরুরি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ব্যবহৃত হয়।