নিউজ ডেস্ক: বাজেট অধিবেশন শেষ হতেই সংগঠনে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় সভাপতির পদে নতুন মুখ আনার তোড়জোড় চলছে জোরকদমে। দলীয় সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে বাকি ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সভাপতি বদল করে নিতে চায় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই ১৩টি রাজ্যে সভাপতি নিয়োগ সম্পূর্ণ হয়েছে।
বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক ও পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর রয়েছে। কারণ এই রাজ্যগুলিতে আগামী দিনে বড় নির্বাচন রয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে চাইছে বিজেপি।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও খবর। তবে সর্বভারতীয় সভাপতির পদে কে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। পশ্চিমবঙ্গে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হবে নাকি নতুন মুখ আনা হবে, তা নিয়ে চলছে বিতর্ক। একাংশ চাইছে পরিবর্তন, আবার অন্য অংশ চাইছে স্থায়িত্ব।
উত্তরপ্রদেশে ভূপেন্দ্র সিংহের পরিবর্তে ব্রাহ্মণ নেতা সভাপতি হওয়ার সম্ভাবনা প্রবল। মধ্যপ্রদেশের সভাপতি বি ডি শর্মাকে দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। কর্নাটকে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র দ্বিতীয়বার রাজ্য সভাপতির দায়িত্ব পেতে পারেন। সবমিলিয়ে বিজেপির সংগঠনে বড়সড় রদবদল আসন্ন। রাজ্য ও কেন্দ্র স্তরে নেতৃত্ব বদলের মাধ্যমে দলকে নতুনভাবে গড়ে তুলতে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির।