নিউজ ডেস্ক: শিক্ষার স্বার্থে মানবিক পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের অন্তত এই শিক্ষাবর্ষ পর্যন্ত কাজে বহাল রাখার আবেদন জানাল তারা। আদালতের দ্বারস্থ হয়ে পর্ষদ জানিয়েছে, ‘কে বৈধ, কে অবৈধ’ তা নির্ধারণ আদালতের বিষয়। তবে আইনি প্রক্রিয়া চলাকালীন ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তার জন্য এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর আবেদন করেছেন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, যোগ্য কেউ চাকরি হারাবেন না। রাজ্য সরকারের এই পদক্ষেপ শিক্ষা মহলে ইতিবাচক বার্তা দিয়েছে। এখন দেখার, সুপ্রিম কোর্ট এই আবেদনে কী সিদ্ধান্ত নেয়।