নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, মমতার জেলে যাওয়া উচিত।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সুপ্রিম কোর্টের আদেশের পর শিক্ষকরা চাকরি হারানোর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া উচিত। তিনিই প্রধান সুবিধাভোগী। তার ভাইপো ৭০০ কোটি টাকা ঘুষ নিয়েছে।”