নিউজ ডেস্ক: কলকাতার এক্সাইড মোড়ে বিজেপি যুব মোর্চার ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। পুলিশের বাধা অমান্য করে এগোতে গেলে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধরপাকড় শুরু করে। আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ বহু বিজেপি কর্মী-সমর্থককে। তাঁদের প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ অকারণে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতে বাধ্য হয়েই পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি।