নিউজ ডেস্ক: শিক্ষকের অভাবে ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপিঠ উচ্চমাধ্যমিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধ করে দিতে হচ্ছে। ক্লাসে বাচ্চারা একাই পড়াশোনা করছে। কোন স্যার নেই। বলা ভালো তাদের স্যারের চাকরি বাতিল হয়েছে তাই স্যার আসেননি আর স্কুলে। জানা গিয়েছে ইলেভেন টুয়েলভ এর ফিজিক্স এবং কেমিস্ট্রির স্যার আর আসবেন না। ফলে বিজ্ঞান বিভাগ বন্ধ রাখা ছাড়া খুব একটা করার কিছু নেই স্কুলের প্রধান শিক্ষকের।
ঐ শিক্ষকরাই নবম,দশম এর সাইন্স এর ক্লাস নিতেন। ফলে চরম সমস্যায় স্কুলের ছাত্র শিক্ষক সবাই। বল্লা বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক। ক্লাস ৫ থেকে ১২ পর্যন্ত ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৮০ জন। শিক্ষকের সংখ্যা ছিল ১৩, গ্রুপ ডি দুজন এবং গ্রুপ সি ১জন।
২৬হাজার এর তালিকায় এই স্কুলের ৩জন টিচার এবং ২জন গ্রুপডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে আজ থেকে স্কুলের ঘন্টা বাজাচ্ছেন স্যার। পরীক্ষার জন্য ছাত্রদের সহায়তায় ক্লাস রুম ঠিক করা হচ্ছে।
তিনজন শিক্ষক এর মধ্যে একজন শিক্ষক বিশেষভাবে সক্ষম। তিনি স্কুলে এলেও আগামী দিনের কথা ভেবে ক্লাস ও করতে পারছেন না ঠিক করে। বাড়তে বয়ষ্ক বাবা, মা, ছোট বাচ্চা, স্ত্রী সবাই কে নিয়ে অতল জলে পরেছেন। স্কুলের প্রধান শিক্ষক জানালেন সাইন্স এর অংশ টা আপাতত বন্ধ থাকবে। তার কারন টিচার নেই।
তবে যারা এবার সায়েন্স নিয়ে ভর্তী হয়েছে তাদের ভবিষ্যৎ কথা ভেবে স্কুল দপ্তর কে বিষয়টা জানিয়েছেন। এখনো কোনো নির্দেশ আসেনি। তাই স্কুলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক।