তোষনের রাজনীতিতেই কী এই হাল মুর্শিদাবাদের? সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে রাজ্যের স্কুলগুলিতে এখন হাহাকার। প্রতিটি জেলার বেশ কিছু স্কুল এখন শিক্ষকহীন। রাজ্য রাজনীতির দোলাচালে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে মুর্শিদাবাদ জেলার। রাজ্য সরকারের তোষনের রাজনীতিতে সংখ্যালঘু প্রবণ এই জেলার শিক্ষা ব্যবস্থা এখন রাজ্যের টাইমলাইনে।