নিউজ ডেস্ক: সাময়িকের জন্য হলেও ফের স্বস্তি পেলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কুণালকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। সোমবার মাদ্রাজ হাইকোর্ট কুণালের অন্তর্বর্তীকালীন সুরক্ষা ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে মস্করা করে বিপাকে পড়েছেন কুণাল।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩-বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। গত মাসে কুণাল মাদ্রাজ হাইকোর্টে ট্রানজিট আগাম জামিনের আবেদন করেন, দাবি করেন, মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে তার শো চলাকালীন ব্যঙ্গাত্মক মন্তব্যের পরে তিনি অনেক হুমকি পাচ্ছেন।
এদিকে, বম্বে হাইকোর্টেরও শরণাপন্ন হয়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। মুম্বই পুলিশ তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে, তা বাতিল করার জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেন কুণাল। মামলাটির শুনানি ২১ এপ্রিল। বিচারপতি এস ভি কোতোয়াল এবং বিচারপতি এস এম মোদকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।