নিউজ ডেস্ক: মোবাইল ফোন দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে ১৫ বছরের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ, নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল এবং গর্ভপাতের ওষুধ খাওয়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল কাঁকসার পানাগড় অনুরাগপুর এলাকায়।
নিগৃহীতা কিশোরীর পরিবারের অভিযোগ, ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রতিবেশী সঞ্জয় শর্মা মোবাইল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং নগ্ন ছবি তোলে। এরপর সেই ছবি ভাইরালের ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয়। অভিযোগ, ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং অভিযুক্ত শশী দাস ও অঙ্কিত গৌতম তাকে চকলেটের সঙ্গে গর্ভপাতের ওষুধ খাওয়ায়।
ঘটনায় কাঁকসা থানায় ৩০ মার্চ লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এর প্রতিবাদে সোমবার থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা অভিজিৎ তা, রমন শর্মা ও পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়শওয়াল। অগ্নিমিত্রা পাল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। দুদিন সময় দিচ্ছি। এরপর থানা ঘেরাও ও জাতীয় সড়ক অবরোধ করা হবে। বাংলার মা-বোনেরা আর ধর্ষণের শিকার হবে না।” আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি(পুর্ব) অভিষেক গুপ্তা বলেন,” মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।