নিউজ ডেস্ক: পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখাও মিলছে না। ভ্যাপসা গরমে (Weather Update) কাহিল হয়ে পড়েছে মহানগরী কলকাতা, শহর ও শহরতলিতেও অসহ্য গরম রয়েছে। আপাতত এই গরম থেকে নিস্তার মিলবে না।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দমকা হাওয়াও বইতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি প্রত্যাশিত। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাত।
আরও পড়ুন: ফের স্বস্তি কুণালের, ১৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা প্রদান মাদ্রাজ হাইকোর্টের
কলকাতায় (Kolkata) আজ, মঙ্গলবার সকালের দিকে পরিষ্কার আকাশ হলেও বেলায় মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তব্র বেলার দিকে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে মহানগরীতে।
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।