নিউজ ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দাবি সিবিআইয়ের। আর যেদিন ২৬ হাজার চাকরিপ্রার্থীর চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট সেদিনই পার্থর জন্য আবার জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী। ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তাঁর মক্কেল। অথচ অন্যেরা জামিনে ছাড়া পেয়ে গেলেও দীর্ঘ দিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তাঁকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন চেয়ে এ বার এমনটাই দাবি করলেন তাঁর আইনজীবী।
প্রসঙ্গত, এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল, পরীক্ষার ওএমআর শিট রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করা হয়েছিল। বৃহস্পতিবার এই বিরুদ্ধে আদালতে সরব হন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ তাঁর তরফে বলা হয়, এই সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তাঁর মক্কেল।
অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে মনে করা হচ্ছে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ওএসডি ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গোপন জবানবন্দি দিয়েছেন, ফলে এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী যদি জামিনে মুক্ত হন সেক্ষেত্রে তদন্তের গতি শ্লথ হতে পারে ।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ইডি মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। এই মামলায় আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্য-সহ অনেকেই জামিন পেয়েছেন। দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এর পরে পার্থরও জামিন মেলে। তবে তখনই জেলমুক্ত হয়নি সিবিআইয়ের মামলা থাকার কারণে।