নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টর রায়-ই বহাল রাখল সর্বোচ্চ আদালত। এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় দিল সুপ্রিম কোর্ট (SSC Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করা হল।
তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদালতের নির্দেশ মতো প্রক্রিয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানিয়েছেন, “ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।”
এদিন সুপ্রিম কোর্টের রায়ে, নতুন করে এই বাতিল পদে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যে বলেছি, এসএসসিকে আমাদের ভাবনা জানাতে। এসএসসি স্বশাসিত সংস্থা। ওরা যেমন ভাল বুঝবে, নিজেদের মতো করে করবে। তবে আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।’
আরও পড়ুন: ওএমআর শিট নষ্ট নিয়ে তিনি কিছুই জানেন না! নিয়োগ মামলায় পার্থর জামিন চেয়ে দাবি আইনজীবীর
বস্তুত, এই ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় অন্যতম একটি জটিলতা ছিল যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা। ঘোষিত রায়ে বলা হয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের এসএসসি পেয়ে যাঁরা চাকরি করছিলেন, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।