নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি পোস্ট) তৈরিতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ও রাজ্যপালের পরামর্শ মেনে পদ সৃষ্টি হয়েছিল। ফলে তদন্তের প্রয়োজন নেই। এই রায়ে বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও চাকরি হারানো প্রার্থীরা বলছেন, দুর্নীতিকারীরা শাস্তি না পেলেও যোগ্যরা আজও বঞ্চিত। ২০২২ সালে প্রায় ৬ হাজার পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। হাই কোর্ট তা অবৈধ বলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশই শেষ পর্যন্ত বাতিল করল দেশের শীর্ষ আদালত।